বাউফলে মহিষের শিংয়ের গুঁতায় আহত-৩

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মহিষের শিংয়ের গুঁতায় ৩ জন পথচারী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রানাকে (২৪) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও মোঃ জাকির সরদারকে(৪০) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ০৮.০৭.২৪ইং তারিখ রোজ সোমবার রাতে কালাইয়া বাজারের বেইলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আবুল কালাম নামের এক ব্যক্তি কালাইয়া বাজার থেকে একটি মহিষ কিনে বাড়ি নিয়ে যাচ্ছিল। রাত ৯টার দিকে  ওই বাজারের বেইলী ব্রিজের কাছে মহিষটি হঠাৎ পথচারীদের উপড় চড়াও হয়। এসময় মহিষটির  শিংয়ের গুঁতায় রানা ও জাকির সরদার  আহত হয় । একপর্যায়ে মহিষটি স্থানীয়  মোঃ খলিলের খাবার হোটেলে ডুকে তান্ডব চালিয়ে  থালা বাসুন ও খাবার ভাংচুর করে এবং খাবার ফেলে দেয়। এসময় হোটেল মালিক খলিল  আহত হয়। তার ১৫-২০ হাজার টাকার খাবার নষ্ট হয়।
কালাইয়া বাজারের  ইজারাদার ও কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান  ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, মহিষের গুতায় আহত ব্যক্তিদের   চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং হোটেল মালিককে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।