বাউফলে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

কহিনুর: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১.০৭.২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, কৃষি অফিসার মিলন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপসহকারী প্রকৌশলী হুমায়ুন আহমেদ, বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।
সভায় ইউএনও আমিনুল ইসলাম সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ও অভ্যন্তরীণ রাস্তার ক্ষতির তালিকা প্রণয়ন করে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া বন্যায় বীজতলার ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।