বাউফলে মুক্তিযাদ্ধাদের মাঝে ২৬৪টি ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  বীর মুক্তিযাদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করা হয়ছে। ২২,০৯,২২ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ হল রুম এ বিতরণ  অনুষ্ঠিত হয়।
উপজলা নির্বাহী অফিসার আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আঃ বারেক সিকদার, জেলা সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আঃ হালিম,সাবেক উপজেলা মুক্তিযাদ্ধা কমান্ডার বীর মুক্তিযাদ্ধা শামসুল আলম মিয়া,বীর মুক্তিযাদ্ধা আবুল কালাম খান,বীর মুক্তিযাদ্ধা এম এ জলিল হিরু,বীর মুক্তিযাদ্ধা ও সাবক অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা জননেত্রী প্রধানম্ত্রী শেখ হাসিনাকে মুক্তিযাদ্ধাদের ডিজিটাল সার্টিফিকট ও স্মাট আইডি কার্ড দেওয়ার জন্য ধন্যবাদ ও অভিনদন জানান। উপজলা নির্বাহী অফিসার আল আমিন বলনে,আওয়ামীলীগ সরকার বীর মুক্তিযাদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন। প্রধানম্ত্রী শেখ হাসিনা মুক্তিযাদ্ধাদের নিয়ে সব সময় ভাবেন। কি ভাবে মুক্তিযাদ্ধাদের ভিবিন্ন সুযোগ সুবিধা দেওয়া যায়। এই স্মাট আইডি কার্ড চিকিৎসা থেকে শুরু করে ভিবিন্ন সুযোগ সুবিধা পাবনে বীর মুক্তিযাদ্ধারা ।
২৬৪ জন বীর মুক্তিযাদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকট ও স্মাট আইডি কার্ড বিতরণ করা হয়।