
কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় রাতের আঁধারে ব্যক্তি মালিকানা জমিতে অনধিকার প্রবেশ করে সিমানা পিলার ও কাটা তারের বেড়া নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৪,১২,২২ইং তারিখ রোজ শনিবার দিবাগত রাতে বাউফল পৌরসভার ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বাউফল পৌরসভার ২ নং ওয়ার্ডের চন্দ্রপাড়া মৌজায় ২২ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক আবদুল হালিম ও আবদুল রহিম নামের দুই ব্যক্তি। প্রথমে আবদুল রহিম তার নামীয় ১১ শতাংশ জমি একই এলাকার বাসিন্দা আব্দুর রব মিয়ার নিকট বিক্রি করে দেয় এবং পরবর্তীতে আবদুল হালিম তার নামীয় ১১ শতাংশ জমি একই এলাকার মোঃ সহিদুল ইসলামের নিকট বিক্রি করে দেয়। এরপরে মোঃ সহিদুল ইসলাম তার সম্পত্তি বুঝিয়া নিতে গেলে দেখতে পায় আব্দুর রব মিয়া তার জমির ভিতরে পাকা পিলার গেথে রেখেছে। তখন সহিদুল, আব্দুর রবকে বিষয়টি জানালে প্রথমে তিনি পিলার সরিয়ে ফেলার কথা বলে ঘুরাতে থাকে। দীর্ঘদিন কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে শুক্রবার সকালে সহিদুল একজন সার্ভেয়ার দিয়ে মাপজোপ করে নিজের ১১ শতাংশ জমিতে ৬ ফিটের ২০ টি পাকা পিলার গেথে কাটা তারের বেড়া দিয়ে দেয়। তখন একই প্লটের বাকি ১১ শতাংশের মালিক আব্দুর রবের ছোট ভাই আবু জাফর ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহিদুল ইসলামের পিলার ও বেড়া ভেঙ্গে ফেলার হুমকি দেয়। সেই রাতেই দুর্বৃত্তরা সহিদুল ইসলামের জমির পিলার ও বেড়া সরিয়ে নিয়ে যায়।
মোঃ সহিদুল ইসলাম বলেন, আব্দুর রব অসৎ উদ্দেশ্যে আমার জমির ভিতরে ঢুকিয়া সিমানা পিলার স্থাপন করে। আমি তাকে বিষয়টি সমাধানের জন্য বললে তিনি প্রথমে ঘুরাঘুরি করে এবং পরবর্তীতে গত অক্টোবর মাসে আব্দুর রব, আবু জাফর, ইউসুফসহ ৪/৫ জন ব্যক্তি আমার বাসার সামনে এসে পিলার সরানোর জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন, আমি চাঁদা দিতে অস্বীকার করিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি উপায় না পেয়ে বাধ্য হয়ে সার্ভেয়ার দিয়ে মাপজোপ করে স্থানীয়দের উপস্থিতিতে নিজের জমিতে পিলার গেথে কাটা তারের বেড়া দিয়ে দেই। একইদিন গভীর রাতে আমি আমার জমিতে লোকজনের আনাগোনা ও বিভিন্ন শব্দ শুনতে পেয়ে বাহিরে গিয়ে টর্স লাইট ও বিদ্যুতের আলোয় দেখতে পাই আবু জাফরে নেতৃত্বে একটি গাং আমার জমির সীমানা পিলার ও কাটা তার ভ্যানে করে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছে। আমি খোঁজ নিয়ে জেনেছি আব্দুর রব ও ইউসুফের সরাসরি নির্দেশে জাফর গাং’রা এ কাজ করেছে। এতে আমার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আব্দুর রব বলেন, আমি ঢাকায় থাকি। বর্তমানেও ঢাকাতে আছি। সহিদুল সাহেবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি সরকারি চাকুরি করি আমার চাঁদার টাকার প্রয়োজন নেই। এছাড়া কে বা কাহারা তার পিলার নিয়ে গেছে আমি কিছুই জানি না, আপনার কাছে মাত্র শুনলাম। তিনি আরো বলেন, আমি ওখানে জমি কিনেছি ১৫ বছর আগে। সহিদুল কিনেছেন ২ মাস আগে। সে ক্রয়ের পরে আমি নিজেই তাকে বলেছিলাম চলেন একদিন বসে মাপজোপ সেরে ফেলি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।