বাউফলে সন্ত্রাসীরা এক ছাত্রলীগ নেতার বাম হাত বিচ্ছন্ন করে

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ২১মার্চ রোজ রবিবার রাত ১১টার দিগে ৮নং মদনপুরা ইউনিয়নের ছাত্রলীগ যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসানকে কুপিয়ে বাম হাত কেটে ফেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মদনপুরা দরগাবাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যান ছাত্রলীগ নেতা হাসান। এ সময় ৮/১০জনের  একটি সন্ত্রাসীর দল তাকে ওয়াজ মাহফিল মচ্ঞের কাছে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে বাম হাত বিচ্ছন্ন করে ফেলে।ঘটনার পর স্হানীয়রা তাকে উদ্দ্বার করে বাউফল হাসপাতাল নিয়ে যান।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
বাউফল থানা ওসি মোস্তাফিজুর রহমান  সাংবাদিকদের কাছে ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।