বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

কহিনুর, স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের তথ্য ও বাস্তব চিত্র সংগ্রহে গেলে পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ন সাধারণ মম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তর পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০.০৪.২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাউফলে কর্মরত সকল সাংবাদিগণ উপস্থিত থেকে প্রতিবাদ জানান। সমাবেশে বক্তব্য রাখেন, বাউফল রিপোর্টার্স ইউনিরি সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের বাউফল প্রতিনিধি জিএম মশিউর রহমান মিলন, বাউফল প্রেসক্লাবের সভাপিতি ও আমার দেশ পত্রিকার মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও মানবকন্ঠের মো. জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির মো. অহিদুজ্জামান ডিউক, সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিনের তোফাজ্জেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি বাবু অতুল চন্দ্র পাল।
এসময় বক্তারা বলেন, ৫আগস্টের পর দেশ বৈষম্য মুক্ত হয়েছে। কিন্তু সাংবাদ কর্মীরা এখনও নিরাপদ নয়। একজন বিএনপি নেতার কাছে এধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। বিএনপি নামধারী ওই নেতার স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা।