বাউফলে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশটি উপজেলা জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পাবলিক মাঠের মুক্ত মঞ্চে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাউফল উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লীগণ ,সাধারণ মানুষ, ছাত্র জনতা, ইমামগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ২০১৩ সালের ৫ই মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে গভীর রাতে বিদ্যুৎ ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কর্মীদের উপর ভারী অস্ত্রের ব্যবহার করে গণহত্যা চালানো হয়। উক্ত হত্যাকাণ্ডের তদন্ত বিচার ও শহীদ পরিবারে ক্ষতিপূরণ এর দাবিতে ও ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ  করা হয়। সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের ফাঁসির দাবি করেন।
সমাবেশে বক্তব্য প্রদান করেন, মাওলানা মোঃ আবু বকর আলিয়া প্রতিনিধি,  মাওলানা আব্দুল্লাহ আল মাইজদা, পটুয়াখালী প্রতিনিধি।মুফতি আবুল হাসান আব্দুল্লাহ, সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ বাউফল উপজেলা শাখা। মাওলানা আইয়ুব বিন মুসা , সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ বাউফল উপজেলা শাখা। বাউফল থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের, এছাড়া বিভিন্ন মসজিদের ইমামগণ বক্তব্য পেশ করেন । দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়।