
কহিনুরঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১০বোতল দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৯.০৫.২৫ইং তারিখ রোজ সোমবার সকাল ৬টায় উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা কালাইয়াগামী এম.ভি ঈগল-৫ লঞ্চে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।
পরে তল্লাশি করে ওই লঞ্চ থেকে এক যাত্রীর ব্যাগ থেকে ১০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ওই যুবকের নাম হাচান ওরফে চেউয়া হাচান। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, হাচান দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো।
আগ থেকেই পুলিশের নজরদারিতে ছিল হাচান।
রোববার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে লঞ্চে ওঠেন হাচান।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালিয়ে নুরাইনপুর লঞ্চ থেকে মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার উপপুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাচানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।