
কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় রাজিব দাস(৩০) নামের এক যুবক ১ হাজার ৮শ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১০.০৭.২৩ইং তারিখ রোজ সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে ৩নং ধুলিয়া ইউনিয়নের ধূলিয়ার চাঁদকাঠী গ্রামের ব্রিজের কাছে থেকে গ্রেপ্তার করা হয়। রাজিবের বাবার নাম রনজিৎ দাস। রাজিব ইয়াবা বহন করে বরিশাল যাচ্ছিল। রাজিবের বিরুদ্ধে বাউফল থানায় মাদক নিয়্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।