
কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, নদী ভাংগন, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ মানুষদেরকে উপজেলা প্রশাসনের ও এান ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের যৌথ উদ্যোগে ৪০০ পরিবারকে চাল ও সুকনো খাবার বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
১৫.০৭.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে ১০নং কালাইয়া ইউনিয়ন পরিষদে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।এসময়ে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ হাওলাদার,মোঃ মোহাম্মদ আলী, মোঃকামাল মৃধা,মোঃকবির গাজি মোঃতুহিন, মোঃজালাল মোল্লা, মোঃতুহিন, ফজিনুর মাহামুদা প্রমুখ।