বাউফলে ৪৭ জনকে  চিকিৎসা সহায়তা বাবদ সাড়ে ২৩ লাখ টাকার চেক বিতরণ

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ক্যান্সার, কিডনি, স্টোক জনিত প্যারালাইজড, লিভারসিরোসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪৭জন জনের মধ্যে এককালীন চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৩ লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সমাজকল্যান মন্ত্রণালয়ের আওতাধীন বাউফল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ১৩.০৭.২৪ইং তারিখ রোজ  শনিবার বেলা ১১ টায় ইউএনও’র সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়। স্থানীয় এমপি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসাবে ভর্চুয়াল যোগ দিয়ে সুবিধাভোগিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী  পরিচালক এসএম শাহজাদা, ভাইসচেয়ারম্যান আনিছুর রহমান, নারী ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,  বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমূখ।