বাউফল ক্যাম্পাস সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাউফল সরকারি কলেজ শাখার কমিটি গঠন

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল সরকারি কলেজ শাখার ২০২৪ সেশনের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সৈয়দ রাতুল নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নাইম, প্রশিক্ষণ সম্পাদক পদে মুহাম্মাদ কাওছার প্যাদাকে নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি, মুহাম্মাদ রফিকুল ইসলাম রশিদী। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক, মুহাম্মাদ শাকিল শরীফ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি, আলহাজ্ব হযরত মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
নবগঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল থানা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।