বাউফল রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন সভাপতি সিদ্দিক, সম্পাদক মিলন

কহিনুর: পটুয়াখালী জেলার বাউফল রিপোর্টার্স ইউনিটির ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।২০.০৯.২৫ইং তারিখ রোজ শনিবার সকালে উপজেলার হাসপাতাল রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নির্বাচনে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার এস এম সিদ্দিকুর রহমান সভাপতি এবং দৈনিক খবরের কাগজ ও ৭১ টিভির জি. এম. মশিউর রহমান মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল ইসলাম (মিশু সিকদার) ও রুবেল হোসেন, দপ্তর সম্পাদক মো. সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেদোয়ান, অর্থ সম্পাদক ফয়সাল মোল্লা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল হোসেন।
নির্বাচনে বাউফল সরকারি কলেজের প্রভাষক এএসএম এনামুল হক সায়েম প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী প্রিজাইডিং ছিলেন প্রভাষক বাদল দাস এবং পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ভরিপাশা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ফিরোজ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনকে এগিয়ে নিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।