
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পঞ্চম সমাবর্তন আগামী ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার ১২ জন নিবন্ধিত গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন।
মঙ্গলবার সকালে বাউবির কনফারেন্স রুমে সমাবর্তন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
বাউবির উপাচার্য অধ্যাপক এমএ মান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন, কোষাধক্ষ্য মো. আবু তাহের, রেজিস্ট্রার অধ্যাপক আবুল হোসাইন আহমেদ ভূইয়া, গণসংযোগ বিভাগের যুগ্মপরিচালক মো. আবুল কাসেম শিখদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বাউবির চ্যান্সেলর মো. আবদুল হামিদ। বক্তব্য রাখবেন কমনওয়েলথ অব লার্নিং (কানাডা)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার।
বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
সম্মেলনে আরো জানানো হয়, সমাবর্তনের দিন অংশগ্রহণকারীদের জন্য সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে গাজীপুরের সমবর্তন স্থলে যাওয়ার জন্য ২৮টি বাস ছেড়ে যাবে।