বাওথার সমাজিক কবরস্থানের ২ বছরের হিসাব উধাও, রাজনৈতিক আধিপত্যে নিশ্চিহ্ন হচ্ছে কবর

এস.এম.নাহিদ: ঢাকার উত্তরখান থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ডের বাওথার এলাকার সামাজিক কবরস্থানকে ঘিরে গুরুতর অনিয়ম, অর্থ লোপাট ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. মঞ্জু সরকার, সেক্রেটারি বকুল ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক রাহিম ভূইয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে আয়–ব্যয়ের হিসাব গোপন রেখে কবরস্থানকে কার্যত ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বকুল ভূইয়া স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত এবং দলীয় প্রভাব খাটিয়ে কবরস্থান ব্যবস্থাপনায় একচেটিয়া কর্তৃত্ব কায়েম করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, একসময় কবরস্থানের তহবিলে প্রায় তিন লক্ষ টাকার বেশি অর্থ জমা থাকলেও বর্তমানে সেই অর্থের কোনো লিখিত হিসাব নেই। গত দুই বছরে কবর বরাদ্দ, দাফন, অনুদানসহ বিভিন্ন খাত থেকে আদায়কৃত অর্থের কোনো রেজিস্টার, ভাউচার বা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি পরিচালনা কমিটি। অথচ এখন দাবি করা হচ্ছে তহবিলে রয়েছে মাত্র ১০ হাজার টাকা-যা স্থানীয়দের কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য। হিসাব চাইলে কাগজপত্র দেখানো হয় না এবং পুরোনো রেজিস্টারও হঠাৎ উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

চরম অব্যবস্থাপনা ও অবহেলার কারণে কবরস্থানের বহু পুরোনো কবর ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও কবরের চিহ্ন নেই, কোথাও দখল ও অপরিকল্পিত ব্যবস্থাপনায় কবর শনাক্ত করাই কঠিন। স্থানীয় সমাজকর্মীদের অভিযোগ, কবরস্থান পরিষ্কার ও সংরক্ষণের উদ্যোগ নিলে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। এসব অনিয়ম এলাকায় জানাজানি হওয়ার পর আগামী ১৬ জানুয়ারি শুক্রবার পরিচালনা কমিটির একটি গোপন বৈঠকের পরিকল্পনার খবর পাওয়া গেছে। এ অবস্থায় স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত, বিগত দুই বছরের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিচালনা কমিটি গঠন এবং কবরস্থানের ধর্মীয় মর্যাদা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।