
রাজিব শর্মা, চট্টগ্রাম : বাকলিয়া জুড়ে অবৈধ টমটমের নৈরাজ্য চলছে। পুলিশ ও ক্ষমতাশীন দলের মদদে চলছে মোটা অংকের চাঁদাবাজিও। প্রতিদিনই এ যানের ধাক্কায় আহত হচ্ছে কেউ না কেউ। রাস্তায় যানজট সৃষ্টির মূলেও রয়েছে যানটি। বিদ্যুৎ খেকো এ যানটি অবৈধ হলেও ক্ষমতার জোরে রাস্তা দখলে রেখেছে এটি। সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠলেও এ থেকে যেন বাঁচার কোন উপায় নেই।
এ বিষয়ে কথা হলে সদরঘাট ট্রাফিক (উত্তর) এর টিআই (প্রশাসন) মো. পারভেজ ক্রাইমপ্রেট্রোলবিডি কে বলেন, “কিছুদিন আগেও অভিযান চালিয়ে বেশ কয়েকটি টমটম আটক করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে এখন আমরা ঝামেলায় ছিলাম বর্তমানে চাঁদাবাজদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, খুব শীঘ্রই অভিযানের ব্যবস্থা নেয়া হচ্ছে।”
জানা যায়, চকবাজার থেকে রাহাত্তারপুল এ লাইনে আড়াইশ টমটম চলাচল করে। বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী খ্যাত মোহাম্মদ মোরশেদ আলম ও তার ভাই খোরশেদ আলমের নেতৃত্বে রয়েছে এ লাইনটি। তার সাথে মোঃ সামাদ এর নেতৃত্বে সরওয়ার, জমির, নাসিম, কালা টিটুসহ বেশ কয়েকজন লাইন্সম্যানের সহযোগিতায় মোঃ সামাদের গ্রুপ নেতৃত্বে টমটম চালকদের থেকে চাঁদাবাজি করেন বলে জানা যায়। টমটম চালকদের লাইনে যুক্ত হওয়ার জন্য প্রতিটি টম টম থেকে আদায় করা হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। লাইনে চলার জন্য লাইন খরচ বাবদ প্রতিদিন ১৫০ টাকা করে চাঁদা দিতে হয়। তাছাড়া মাসিক হিসাবে গাড়ি প্রতি ৬০০ টাকা দিতে হয় পুলিশের টোকেন চার্জ বাবদ। সব মিলিয়ে প্রতিমাসে এ লাইন থেকে চাঁদা উঠে অন্তত ১২ লক্ষ টাকা।
এই ব্যাপারে মোঃ সামাদের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি এড়িয়ে চলেন। ফোনালাপে চাঁদাবাজি সম্পর্কে জানতে চাইলে তিনি কোন ধরনের কথা বলতে রাজি হননি।
একই ভাবে ব্যাটারি চালিত টমটম চলছে বাকলিয়া এলাকার প্রতিটি অলিগলিতে। অন্তত দুই হাজার টমটম আছে এ এলাকায়। আর এসব টমটম থেকে প্রতিমাসে চাঁদা উঠছে অন্তত কোটি টাকা।
এ বিষয়ে কথা বলার জন্য অবৈধ টমটমের আরেক গ্রুপের নেতৃত্বকারী মো. মোরশেদ আলমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর কথা বলতে রাজি হননি।
রাহাত্তারপুল এলাকার এক টমটম চালক ক্রাইমপেট্রোলবিডিকে বলেন, “প্রথমে নিজস্ব রেজিস্ট্রেশনের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা মোরশেদ ভাইকে দিতে হয়েছিল। এখন মোঃ সামাদের লোকজনদের দেওয়ার জন্য ১৫হাজার টাকা দাবি করেন তাছাড়া মাসিক ৬০০ টাকা করে পুলিশের টোকেন খরচ দিতে হয়। আর প্রতিদিন ১৫০ টাকা করে লাইন খরচ দিতে হয়। মোরশেদ ও সামাদ ভাইয়ের লাইনম্যান প্রতিদিন এ টাকা তুলেন। এখানে দু গ্রুপ হওয়াতেই দু গ্রুপকে দিতে গিয়ে আমরা ভোগান্তির স্বীকার। এ লাইনে প্রায় আড়াইশ টমটম গাড়ি আছে। সবার জন্যই একই নিয়ম।”
এদিকে টমটমের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকার মানুষ। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে পর্যন্ত দখলে নিয়েছে এসব যানবাহন। এতে করে নিত্য ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। তাছাড়া প্রায় সময় পথচারীদের সাথে ধাক্কা লাগছে এসব টমটমের। প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছে অবৈধ এ যানের সাথে ধাক্কা লেগে।
আরও জানা যায়, বাকলিয়া থানার ধুনিরপুল এলাকায় রাস্তা দখল করে অবৈধ দোকান, রিকশা, টমটমের স্ট্যান্ড করায় চকবাজার কাঁচা বাজার নির্মাণ কাজ দীর্ঘায়িত হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পশ্চিম বাকলিয়ার কেবি আমান আলী রোডের ধুনিরপুল এলাকায় রাস্তা ও ফুটপাট দখল করে গড়ে ওঠেছে অবৈধভাবে কাঁচা বাজার। নাম প্রকাশে অনিশ্চুক এক ব্যবসায়ী বলেন, ‘নগরীর চকবাজার কে বি আমান আলী রোডে টমটমের চাঁদা ভাগাভাগি নিয়ে প্রতিদিন সামাদ ও মোরশদ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটেছে। বেশ কিছুদিন আগে এক সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুর হয়েছে অন্তত ৯টি টমটম এবং পাঁচটি দোকান।’
উক্ত হামলায় আহতরা হলেন, কায়সার, সজিব এবং মহিউদ্দিন। তারা মহিউদ্দিন গ্রুপের বলে জানা গেছে। চকবাজার এলাকার যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু এবং ১৭ নং বাকলিয়া ওয়ার্ড যুবলীগ নেতা মহিউদ্দিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের কড়াকড়ির কারণে রাহাত্তারপুল হতে চকাবাজার পর্যন্ত কে বি আমান আলী রোডে টমটমের উৎপাত মাঝে কিছুটা কমলেও কিছুদিন ধরে ফের বেড়ে যায়। যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু পুলিশ প্রশাসনের সহায়তায় এসব টমটম নিয়ন্ত্রণ করে আসছিল। অবৈধ হওয়ার কারণে প্রতিটি টমটমকে দৈনিক ১৫০ টাকা হারে চাঁদা দিতে হয়। যা টিনু, সামাদ, মোরশেদ এবং পুলিশ ভাগাভাগি করে নেয়।
যুবলীগ নেতা মোস্তফা টিনুর সাথে এই ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। হামলা সম্পর্কে অস্বীকার করলেও স্থানীয়সূত্রে জানা যায়, ‘একদিন যুবলীগ নেতা মহিউদ্দিন টমটম চালকদের কাছে চাঁদা দাবি করে। এসময় তার গ্রুপের লোকজন ধোনিরপুল এলাকায় অন্তত ৯টি টমটম ভাঙচুর করে চলে যায়। তাদের আকস্মিক হামলায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ভাঙচুর করে তারা চলে যাওয়ার পর রাত ৮টার দিকে টিনু গ্রুপের শতাধিক কর্মী ওই এলাকায় সশস্ত্র অবস্থায় সেখানে মহড়া দেয়। এসময় তারা রিপন স্টোর নামে একটি কসমেটিকের দোকান, তিনটি মুরগির দোকান এবং একটি মাংসের দোকান ভাঙচুর করে। পরপর দুই গ্রুপের হামলা-পাল্টা হামলার কারণে এলাকাটি জনশূন্য হয়ে পড়ে। যে যেদিকে পেরেছে দোকান-পাট বন্ধ করে পালিয়ে যায়। টিনু গ্রুপের লোকজন মহিউদ্দিন গ্রুপের অনুসারী মাসুদের জামান ভবনের ইটপাটকেলও নিক্ষেপ করে। তবে হামলা-পাল্টা হামলার বিষয়ে কেউ প্রকাশ্যে কোন অভিযোগ এমনকি কথা বলতে পর্যন্ত রাজি হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এই ঘটনায় কেউ কেউ লুটপাটের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।’
এবিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত মীর মো. নুরুল হুদা ক্রাইমপেট্রোলবিডিকে বলেন, মহিউদ্দিন এবং টিনু গ্রুপের মধ্যে বাজারের ইজারা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। টমটম নিয়ে বর্তমান চাঁদাবাজি করছেন মোঃ সামাদ। প্রতিদিন সন্ধ্যায় এইসব গ্রুপের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ চলে। দেখা যায়, এক গ্রুপ এসে টমটম ভাঙচুর করে চলে যায়। পরে অপর গ্রুপ এসে মহড়া দেয়। তবে থানা পুলিশ তৎপর থাকার ফলে উভয় পক্ষ মুখোমুখি হতে পারে নি। এই ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে জানান।