আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। সোমবার রাজধানীর ব্যস্ততম সদর সিটি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী একটি ট্রাক নিয়ে রাস্তায় ওপর থাকা ফল ও সবজির বাজারে বোমাটির বিস্ফোরণ ঘটায়। হামলায় আহত হয়েছে আরো ৫৭ জন।তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইরাকে জনসমাগমপূর্ন স্থানে এ ধরণের হামলাগুলো ইসলামিক স্টেট চালিয়ে থাকে।
এর আগে রোববার বাগদাদের বেশ কয়েকটি স্থানে বোমা হামলায় ২৯ জন নিহত হয়েছে। দক্ষিণের শহর নাজাফে নিহত হয়েছে সাত পুলিশ সদস্য। ইসলামিক স্টেটর মুখপাত্র আমাক নিউজে এ হামলার দায় স্বীকার করেছে আইএস।