আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে একটি ব্যস্ততম মার্কেটে জোড়া বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২১ জন এবং আহত হয়েছেন ৪০ জন।
বাগদাদ পুলিশ জানিয়েছে, শহরের আল-সিনাক মার্কেটে গাড়ির যন্ত্রণাংশ বিক্রির দোকানের পাশে বোমা দুটি বিস্ফোরিত হয়। হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।
বিবিসি অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
বাগদাদে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। এ হামলার টার্গেটে থাকে জনবহুল ও ব্যস্ততম স্থান।
সাম্প্রতিক সময়ে বাগদাদে যেসব হামলা হয়েছে, তার অধিকাংশের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরাকি বাহিনীর অভিযানে বর্তমানে কোনঠাঁসা অবস্থায় রয়েছে আইএস। জঙ্গিদের সবশেষ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মসুল শহরের উত্তরে ইরাকি বাহিনী আবারও অভিযান শুরু করেছে।
শনিবার বাগদাদে একটি আত্মঘাতী হামলা হয়। প্রায় একই সময়ে পেতে রাখা আরেকটি বোমা বিস্ফোরিত হয়।