বাগমারা থেকে এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাগমারা থেকে আবদুর রাজ্জাক (৩৮) নামে এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্জাক উপজেলার জুগিপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ বলেন, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে জেএমবি সদস্য আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে আগে থেকেই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।