বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট ব্রিজের টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় টোল প্লাজার এক কর্মচারী গুরুতর আহত হন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোল্লাহাট ব্রিজের টোল প্লাজার ইজারাদার মো. হাফিজুর রহমান বলেন, দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস টোল প্লাজার সামনে পৌঁছে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং পাশে থাকা টোল প্লাজার এক কর্মচারী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)আ ন ম খাইরুল আলম বলেন, মোল্লাহাট ও গোপালগঞ্জ সীমান্তবর্তী মোল্লাহাট ব্রিজসংলগ্ন এলাকার এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তবে ঘটনাস্থলটি গোপালগঞ্জের ভেতর বলে গোপালগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে