
বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও দুটি মোবাইল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার পাড় কুসাইল গ্রামের আব্দুল শেখের ছেলে মো. জিন্নাত শেখ (৬৩), এবং সুগন্ধী গ্রামের মো. শওকত হাওলাদারের ছেলে বায়েজিদ হাসান (২৩)।
মঙ্গলবার (০৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের সুগন্ধী হাফেজিয়া মাদ্রাসার পাশ থেকে ইয়াবাসহ র্যাব-৬ খুলনার সদস্যরা তাদের আটক করে।
বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।