বাগেরহাটে কৃষিবিদ দিবস পালিত

এম এম সি মেহেদী হাসান: বাগেরহাটে নানা আয়োজনে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের রেলরোড এলাকা থেকে একটি ব্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন পক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুজ্জামান, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাড. কামাল উদ্দিন আহম্মেদ, জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, সর্ব কালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের ক্লাস ওয়ান মর্যাদা দিয়েছিলেন। বর্তমান সরকারের সহযোগীতা এবং কৃষিবিদদের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ কৃষি ক্ষেত্রে ব্যপক উন্নয়ন করেছে।