বাগেরহাটে ট্রলি-টেম্পো সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ট্রলি-টেম্পো সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরতলির দড়াটানা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির (৫৫) পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার মসনি গ্রামের সোহরাব ডাকুয়া (৪৫), কচুয়া সদরের ডাবলু সিকদার (২৫) ও বাগেরহাট সদর উপজেলার এছাহাক খান (৬০)।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান খান বলেন, ট্রলি ও টেম্পো ব্রিজ থেকে নামার সময় সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।