
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
সোমবার সকালে শহরের স্বাধীনতা উদ্যানে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা।
এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা সরকারি বিভিন্ন দপ্তর ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় সরকার শাখার উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফতাব উদ্দিন প্রমুখ।
মেলায় ৫০টি স্টলে জেলা পর্যায়ের প্রতিটি সরকারি দপ্তর, বিভাগ ও প্রতিষ্ঠানের গত আট বছরে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ভিডিও এবং স্থির চিত্র প্রদর্শন করা হচ্ছে।