
বাগেরহাটের ফকিরহাটে যৌতুক না পেয়ে আফরোজা আক্তার মীম (২০) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ মার্চ) ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতনের শিকার গৃহবধূ মীম জানান, যৌতুকের জন্য প্রায়ই তার স্বামী মাসুম বিল্লাহ ও শাশুড়িসহ পরিবারের লোকজন তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। বিষয়টি নিজের পরিবারকে জানালে বিভিন্ন সময় মীমের স্বামীকে প্রায় দুই লাখ টাকার সরঞ্জাম দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
নির্যাতিতা গৃহবধূ মীম আরও বলেন, এছাড়া আমার মা কিছু নগদ টাকাও দিয়েছেন মাসুম বিল্লাহকে। বিয়ের পরে কোনও কারণ ছাড়াই আমার পড়াশুনা বন্ধ করে দিয়েছে আমার স্বামী-শাশুড়ি। এসব সহ্য করে শুধু সংসার টিকিয়ে রাখার জন্য স্বামীর সঙ্গে ছিলাম। কিন্তু মঙ্গলবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে আমাকে মেরে ফেলার জন্য আমার স্বামী ও শাশুড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে কৌশলে মুঠোফোনে আমার পরিবারের লোকদের জানাই। পরে স্থানীয়দের সহায়তায় তারা আমাকে উদ্ধার করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম বলেন, এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।