
বাগেরহাটের শরণখোলায় ২২ কেজি হরিণের মাংসসহ মো. মিলন মোড়ল (৩৫) নামে এক চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ।
বন আইনে মামলা দায়ের পূর্বক সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) গভীর রাতে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন দাসের বারানি এলাকা থেকে বনরক্ষীরা তাকে আটক করে।
আটক মিলন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার দেউলি গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। মিলন সোনাতলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থাকতেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দাসের বারানি এলাকায় অভিযান চালিয়ে মিলনকে আটক করে বন রক্ষিরা। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।