বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে মেতে উঠেছে দেশ

নিজস্ব প্রতিবেদক : বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে মেতে উঠেছে দেশ।

বৈশাখকে বর্ণাঢ্য করে তুলতে এক হয়েছে সার্চ ইঞ্জিন গুগলও। তারা তাদের প্রচ্ছদে মঙ্গল শোভাযাত্রার ছবি সংযুক্ত করে বাংলা নববর্ষ উদযাপনে মেতেছে।

বৈশাখের ভোর থেকেই গুগলের প্রচ্ছদে ফুটে উঠেছে মঙ্গল শোভাযাত্রার একটি ইমেজ-ভিডিও।

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এটি স্থান করে নিয়েছে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়, যা বাঙালির জন্য গর্বের।

গুগলও বাদ যায়নি এই ঐতিহ্য উদযাপনের সুযোগ থেকে। কয়েকটি মুখোশ দিয়ে গুগল সেই মঙ্গল শোভাযাত্রায় শামিল হয়েছে, যাতে রয়েছে বাঘের মুখোশও।