বাচ্চারা এক বছর হওয়া পর্যন্ত পুতুল নিয়ে খেলতে খুব ভালোবাসে। কিন্তু মজার বিষয় হল বাচ্চা ছেলেরা যে পুতুল নিয়ে খেলে, মেয়েরা কিন্তু তা নিয়ে খেলে না। ছেলেরা সাধারণত খেলনা গাড়ি অথবা বাইক খুব পছন্দ করে। আর মেয়েরা বেশি পছন্দ করে ডল পুতুল বা রান্নার বাসন নিয়ে খলতে। এমন কেন? সদ্য় হওয়া এক গবেষণা অনুসারে বাচ্চারা যখন খেলনা পছন্দ করে, তখন লিঙ্গের পরিচিতি তাদের অনেকাংশেই প্রভাবিত করে থাকে। তাই তো ছেলেরা বন্দুক, আর মেয়েরা ডল পুতুল নিয়ে খেলতেই বেশি পছন্দ করে।
একদল গবেষক প্রায় ১০০ জন বাচ্চার উপর গবেষণা চালানোর সময় লক্ষ করেছিলেন এত ছোট বয়সেও লিঙ্গের পরিচিতি বাচ্চাদের প্রভাবিত করে। যার প্রমাণ খেলনা বাছার মাধ্য়মেই দেখতে পাওয়া যায়। কারণ গবেষকরা একাধিক খেলনা, যেমন- বল, টেডি বিয়ার, গাড়ি, রান্নার বাসন, ডল পুতুল প্রভৃতি বাচ্চাদের সামনে রেখে দিয়েছিলেন। দেখা যায় আশ্চর্যজনক ভাবে ছেলেরা গাড়ি আর বল পছন্দ করছে, আর মেয়েরা বেছে নিচ্ছে রান্নার বাসন আর ডল পুতুল। এটা কেন হচ্ছ, তার স্পষ্ট কোনও উত্তর যদিও পাওয়া যায়নি। তবে স্টাডিটি এটা প্রমাণ করেছে যে অত ছোট বয়স থেকেই লিঙ্গের পরিচয় সিদ্ধান্ত গ্রহণের সময় ব্য়পক মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে।