বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এসেছে ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৫০০০ সিরিজের ৫৫৬৭ মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল ৭ম প্রজন্মের কোর আই-থ্রি, কোর আই-ফাইভ এবং কোর আই-সেভেন প্রসেসর দিয়ে বাজারে এসেছে এই ল্যাপটপ।
প্রতিটি ল্যাপটপেই রয়েছে ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম, ডিভিডি রাইটার, ওয়াই-ফাই, ব্লুটুথ, গ্রাফিক্স কার্ড এবং ডেল এর অরিজিনাল ব্যাকপ্যাক।
কোর আই-থ্রি ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআর-ফোর র্যাম, কোর আই-ফাইভ ল্যাপটপটিতে ৪ জিবি ও ৮ জিবি ডিডিআর-ফোর র্যাম এবং কোর আই-সেভেন ল্যাপটপটিতে থাকছে ৮ জিবি ডিডিআর-ফোর র্যাম।
২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ বর্তমানে ল্যাপটপগুলো কালো, ধূসর এবং সাদা- এই তিন রঙে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। কোর আই-থ্রি, কোর আই-ফাইভ (৪ জিবি র্যাম), কোর আই-ফাইভ (৮ জিবি র্যাম) এবং কোর আই-সেভেন ল্যাপটপ এর মূল্য যথাক্রমে ৪৩৫০০ টাকা, ৫৭০০০ টাকা, ৫৮৫০০ টাকা এবং ৭১৫০০ টাকা।
ডেলের ইন্সপায়রন ৫০০০ সিরিজের ৫৫৬৭ মডেলের নতুন এই ল্যাপটপগুলো বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিস্তারিত জানতে ভিজিট: http://smart-bd.com।