বাজেটে কালো টাকাকে বৈধতা না দিতে আহ্বান টিআইবির

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজেটে আবাসনসহ বিবিধ খাতে কালো টাকাকে বৈধতা না দিতে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, আসন্ন ২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজেটে আবাসনসহ বিবিধ খাতে লগ্নীকৃত অর্থের উৎস না জানিয়ে বিনিয়োগের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বিভিন্ন সংগঠনের দাবি উত্থাপনের সংবাদে উদ্বেগ প্রকাশ করে টিআইবি। একই সঙ্গে এই অসাংবিধানিক, অনৈতিক এবং বৈষম্য সৃষ্টিকারী সুযোগ প্রদান থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকাকে বৈধতা প্রদান সংবিধানের ২০(২) ধারার সাথে সাংঘর্ষিক। এ চর্চা সরকারের নির্বাচনী অঙ্গীকারেরও পরিপন্থী এবং দুর্নীতি প্রসারে সহায়ক ও সুরক্ষা প্রদানের সমার্থক।

তিনি আরো বলেন, কালো টাকা উপার্জনের বৈধতা দেওয়া শুধু অনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতায় প্রমাণিত যে, এ জাতীয় অসাধু সুযোগ ধারাবাহিকভাবে দেশের অর্থনীতিতে মোটেও ইতিবাচক অবদান রাখে না, রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কোনো সহায়ক ভূমিকা পালন করে না। অন্যদিকে কালো টাকাকে বৈধতা প্রদান অব্যাহত রাখা দুর্নীতি সহায়ক মহল কর্তৃক সরকারের নীতি কাঠামোর ওপর অযাচিত প্রভাব বিস্তারের বিব্রতকর দৃষ্টান্ত।

ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের অনৈতিক দাবির কাছে নতি স্বীকার করে আসন্ন বাজেটে উল্লিখিত সুবিধা প্রদান করা হলে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন-২০২১, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও জাতীয় শুদ্ধাচার কৌশলে বিধৃত নিজস্ব প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে বলে মনে করে টিআইবি।

একই সঙ্গে কালো টাকা বৈধতা দেওয়ার সুযোগ চিরতরে বন্ধ করার সুস্পষ্ট ঘোষণা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় টিআইবি।

সোমবার আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চেয়ে প্রাকবাজেট আলোচনায় এনবিআরের কাছে দাবি জানায় রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।