বাজেটে ভর্তুকি ও প্রণোদনার জন্য বরাদ্দ রাখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী (২০১৭-১৮) অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৯ হাজার ৪৫৪ কোটি টাকা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই তথ্য জানান।

এর মধ্যে জনপ্রশাসন খাতে ৫ হাজার ৯০৮ কোটি, প্রতিরক্ষা খাতে ৩৯০ কোটি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৭২৯ কোটি, সামাজিক নিরাপত্তা খাতে ৩ হাজার ৪২৭ কোটি টাকা এবং কৃষি খাতে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার কোটি টাকা।

গত (২০১৬-২০১৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ১৭ হাজার ৭২৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা ছিল ১৫ হাজার ৩৩০ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেট ছিল ১১ হাজার ৯০৭ কোটি টাকা।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। একইসঙ্গে সম্পূরক অর্থবিল ২০১৭ এর অনুমোদনও দেওয়া হয়েছে।

দুপুর দেড়টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি দেশের ৪৬তম বাজেট। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ এবং অর্থমন্ত্রী মুহিতের ১১তম বাজেট এটি।