বাজেটে সর্বোচ্চ বরাদ্দ থাকবে বিদ্যুৎ খাতে

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আসন্ন বাজাটে রাজস্ব আয়ের চাপ বাড়বে। এবার বাজেটে সর্বোচ্চ বরাদ্দ থাকবে বিদ্যুৎ খাতে। এ ছাড়া গুরুত্ব পাবে মানবসম্পদ খাত।

বৃহস্পতিবার সচিবালয়ে পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এখন ৩২ হাজার ভ্যাট দাতা রয়েছে। আগামী ৫ বছরে ভ্যাট দাতা হবে ৫ লাখ ।