বাজেটে সিগারেট ও বিড়ির দাম বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটে উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেট ও ধোয়া বিহীন তামাক পণ্যে কর না বাড়ানো চরম জনস্বার্থবিরোধী উল্লেখ করে চূড়ান্ত বাজেটে সিগারেট ও বিড়ির দাম বাড়ানোর দাবি জানিয়েছে বিভিন্ন তামাকবিরোধী সংগঠন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তামাকবিরোধী সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান।

প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) উদ্যোগে তামাকরোধী সংগঠনসমূহ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তামাক পণ্য ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে চূড়ান্ত বাজেটে নিম্নস্তরের সিগারেটে ২৫ দশমিক ৯৫ টাকা, উচ্চস্তরের সিগারেটে ৪৯ দশমিক ৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটে ৮২ টাকা সুনির্দিষ্ট কর ধার্য করতে হবে। নিম্ন স্তরের ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২৩ টাকার স্থলে কমপক্ষে ৪০ টাকা এবং উচ্চ স্তরের সিগারেটের খুচরা মূল্য ৭০ টাকা ও প্রিমিয়াম স্তরের সিগারেটের খুচরা মূল্য কমপক্ষে ১২০ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

এ ছাড়া বিড়ির ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন বিভাজন বাতিল করে প্রতি ২৫ শলাকা বিড়ির ওপর ১০ দশমিক ১৩ টাকা সুনির্দিষ্ট কর আরোপ করে বিড়ির খুচরা মূল্য ১০ দশমিক ৬১ টাকার স্থলে ২২ দশমিক ৩০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রোমানা হক।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অবসর) আব্দুল মালেকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন সদস্য আমিনুর রহমান, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) আহ্বায়ক সাংবাদিক লিটন হায়দার, তামাকবিরোধী নারী জোটের আহ্বায়ক ফরিদা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সাংবাদিক নাদিরা কিরণ।