
ক্রীড়া প্রতিবেদক : গল টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫০ ওভারে ১৬৬/৬। লক্ষ্য ৪৫৭। দিনের বাকি কমপক্ষে ৬৫ ওভার।
ব্যাটিং: লিটন (৩৫), মিরাজ (৬)।
আউট: মুশফিক (৩৪), মাহমুদউল্লাহ (০), সাকিব (৮), তামিম (১৯), মুমিনুল (৫), সৌম্য (৫৩)।
বাজে শটে আউট মুশফিক: লাঞ্চের আগে লিটন দাসকে সঙ্গে নিয়ে কী দারুণভাবেই না প্রতিরোধ গড়েছিলেন মুশফিকুর রহিম। একমাত্র অধিনায়কের ব্যাটেই নির্ভরতা দেখছিল দল। কিন্তু লাঞ্চের পর দ্বিতীয় বলেই সেই মুশফিকই আউট হলেন বাজে শট খেলে। চায়নাম্যান বোলার লাকসান সান্দাকানের লেগ স্টাম্পের অনেক বাইরের বল ফাইন লেগে খেলতে গেলেন মুশফিক। বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ল উইকেটকিপার নিরোশান ডিকভেলার গ্লাভসে। ৯৮ বলে খেলা মুশফিকের দারুণ সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু হলো ৩৪ রানে। বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ১৫৮। ম্যাচ বাঁচানোর যে আশাটুকু ছিল সেটি যেন হাওয়ায় মিলিয়ে গেল মুশফিকের বিদায়ে!
মুশফিক-লিটনের দৃঢ়তা: শেষ দিনের প্রথম ঘণ্টায় ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ঘণ্টায় ব্যাটিং দৃঢ়তা দেখান অধিনায়ক মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ফলে লাঞ্চের আগে আর কোনো উইকেট হারাতে হয়নি। বাংলাদেশ লাঞ্চ বিরতিতে গেছে ৫ উইকেটে ১৫৭ রান নিয়ে। মুশফিকের রান ৩৪, লিটনের ৩২। জয়ের জন্য এখনো চাই ৩০০ রান। তবে সেদিকে না গিয়ে দিনের সম্ভাব্য ৬৭ ওভার কাটিয়ে দিয়ে ম্যাচ বাঁচানোতেই নজর সফরকারীদের।
দুঃস্বপ্নের প্রথম ঘণ্টা: দুঃস্বপ্নই বলতে হবে। চতুর্থ দিনে ৪৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ। আজ শেষ দিনে প্রথম ঘণ্টায় ১৬ ওভারে ৪৬ রান যোগ করতেই নেই ৫ উইকেট! ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে শেষ দিনের প্রথম ঘণ্টাটা এর চেয়ে বাজেভাবে আর হতে পারত না বাংলাদেশের!
জোড়া ধাক্কায় বিপদ আরো বাড়ল: শেষ দিনের প্রথম ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। খানিক বাদে সেই বিপদ আরো বেড়ে যায় তিন বলের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর বিদায়ে। সাকিব অবশ্য এবার বাজে শটে ফেরেননি। শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের বলে ডিফেন্স করেছিলেন। বল তার গ্লাভসে লেগে চলে যায় লেগ স্লিপে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন দিমুথ করুনারত্নে। হেরাথের আর্ম বল ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ১০৪!
৬ ওভারে নেই ৩ উইকেট: সৌম্য সরকারের বিদায়ের পর উইকেটে আসে মুমিনুল হকও সতীর্থের পথ ধরে সাজঘরে ফেরেন দ্রুতই। অফ স্পিনার দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউ হন তিনি (৫)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। পেরেরার পরের ওভারে ফেরেন তামিম ইকবালও। স্লিপে গুনারত্নেকে ক্যাচ দেওয়া তামিম ৫৫ বলে করেন ১৯। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ৮৩। দিনের ৬ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
দিনের দ্বিতীয় বলেই ফিরলেন সৌম্য: শেষ দিনের শুরুটা এর চেয়ে বাজেভাবে আর হতে পারত না বাংলাদেশের। দিনের মাত্র দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন আগের দিনে ফিফটি করা সৌম্য সরকার। আসেলা গুনারত্নের ফ্লাট দেওয়া মিডল ও অফ স্টাম্পের বলে ডিফেন্স করতে চেয়ছিলেন সৌম্য। কিন্তু বল তার ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে অফ স্টাম্পে, বোল্ড। সৌম্য আউট ৪৯ বলে ৫৩ রান করে।