বাড়ি সাজাতে সকলেই ভালবাসেন

বাড়ি সাজাতে সকলেই ভালবাসেন। কিন্তু সাজানো গোছানো বাড়ি হলেই কি সেই বাড়িতে ঢুকে আপনি শান্তি পান বা মন ভাল হয়ে যায়? আসলে বাড়ি কতটা মন ভাল করবে তা নির্ভর করে ঘরের রঙের ওপর। জেনে নিন কোন ঘরে কোন রং করবেন। কী বলছে ফেং শুই ও কালার সাইকোলজি।