বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজন আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন হত্যায় মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজন আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন হত্যায় সন্দেহভাজন আসামি। ঘটনার পর তারা অস্ত্র হাতে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার নূরুল ইসলাম ওরফে কিলার সানি ও অমিত ওরফে কিলার দাদা নিহত হয়।

দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মশিউর রহমান গণমাধ্যমকে জানান, ‘সিসিটিভির ফুটেজে ফরহাদ হত্যার পর নিহত দুজনকে অস্ত্র হাতে পালিয়ে যেতে দেখা যায়। লাল গেঞ্জি পরিহিত যুবকটি ছিল সানি। অন্য যুবক অমিত ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী আশিক ও আমেরিকায় পালিয়ে থাকা সন্ত্রাসী মেহেদীর সহযোগী। বাড্ডা এলাকার লেগুনা, ফুটপাত নিয়ন্ত্রণ এবং গরুর হাটে চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার সময় অস্ত্রধারী শুটার ছিল ছয়জন। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, ১৫ জুন রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল-১ নম্বর লেন সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদে জুমার নামাজ পড়তে আসা বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এররপর থেকেই আসামিরা পলাতক ছিল।