
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে বাবা মো. জামিল (৩৫) ও মেয়ে নুসরাতের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বাড্ডার হোসেন মার্কেটের পেছনের ময়নারবাগ এলাকার বাসা থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।’ পুলিশ জানায়, বাবার শরীরে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। মো. জামিলের স্ত্রী আরজিনাকে বাড্ডা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য বাবা ও মেয়ের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মার্গে পাঠানো হয়েছে। ময়নারবাগ মসজিদসংলগ্ন একটি তিনতলা ভবনের চিলেকোঠার রুমে জামিল তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন গাড়ি চালক।