
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকায় কর্মচারীর ছুরিকাঘাতে হাজী মো. আব্দুল আওয়াল (৪৫) নামে এক দোকান মালিক নিহত হয়েছেন।
এ ঘটনায় ওই দোকানের কর্মচারী ফখরুলকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে উত্তর বাড্ডার লিবা মেডিক্যাল স্টোরে এ ঘটনা ঘটে।
আব্দুল আউয়াল লিবা মেডিক্যাল স্টোরের মালিক। তার বাড়ি চাঁদপুর। তৈয়ব আলী প্রধানের ছেলে সে। তিনি উত্তর বাড্ডার চ/৯৫/বি নম্বর বাসায় থাকতেন।
জানা গেছে, দুপুরে দোকানে কর্মচারী ফখরুলের সঙ্গে আব্দুল আওয়ালের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফখরুল ক্ষিপ্ত হয়ে আউয়ালকে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফখরুলকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।