
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অন্তত ২৫ জন হকারকে আটক করে তাদের মালামাল জব্দ করা হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নির্দেশে শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চলে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, ভোরে দেয়াল টপকে হকাররা মেলায় প্রবেশ করে। আরো কিছু জায়গা আছে যেখান দিয়ে তারা প্রবেশ করে। তবে হকার প্রবেশ বন্ধে সর্বোচ্চ সতর্ক পুলিশ। ভবিষ্যতে হকার যাতে মেলায় প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। যতদিন মেলা চলবে ততদিন অভিযান অব্যাহত থাকবে।