বাতের ব্যথায় যেকোনো বয়সী মানুষই আক্রান্ত হতে পারে। বাত-ব্যাধির কারণ, লক্ষণ পর্যালোচনা করে রোগ নির্ণয় ও চিকিৎসা বিশেষভাবে করতে হয়। রিউমাটোলজি চিকিৎসাবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে অস্থি, অস্থিসন্ধির বিভিন্ন ধরনের ব্যথাজনিত অসুখ-বিসুখের চিকিৎসা করা হয়। কিছু কিছু রিউমেটিক রোগ নির্দিষ্ট বয়সে হয়। যেমন শিশুদের ক্ষেত্রে বাতজ্বর, কিশোর বয়সে অ্যাংকাইলোজিং স্পন্ডিলাইটিস, কিশোরীদের এসএলই, মাঝ বয়সীদের অস্টিওআর্থ্রাইটিস, বৃদ্ধ বয়সে অস্টিওপোরোসিস ইত্যাদি। সার্বিকভাবে বাত-ব্যাধি নারীদের বেশিহয়। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা গেলে যেকোনো রিউম্যাটিক রোগের সুচিকিৎসা সম্ভব।