আন্তর্জাতিক ডেস্ক : একদিন বাদে আবারও সিরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩২ জন।
শুক্রবার সিরিয়ার আলবাব শহরে আত্মঘাতী হামলায় ২৯ জন নিহত হওয়ার পর শনিবার সিরিয়ার প্রাচীন শহর হোমসে এই হামলা হলো।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সামরিক গোয়েন্দা প্রধান এই হামলায় নিহত হয়েছেন। তবে কোনো কোনো গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা ৪০ জনের বেশি বলা হয়েছে।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
জিহাদিগোষ্ঠী তাহরির আল-শাম জানিয়েছে, তারা এই হামলা চালিয়েছে।
২০১৫ সালের ডিসেম্বর মাসে বিদ্রোহীরা যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে হোমস ছেড়ে চলে যাওয়ার পর এর নিয়ন্ত্রণ নেয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলার লক্ষ্যে ছিল সামরিক নিরাপত্তা ঘাঁটি ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর আরেকটি ঘাঁটি।
হোমসের গৌটা ও মহাট্টা জেলায় শনিবার পৃথক এ হামলা চালানো হয়। তাহরির আল-শাম জানিয়েছে, তাদের পাঁচ সদস্য হামলায় অংশ নেয়। এ জিহাদিগোষ্ঠী নুসরা ফ্রন্ট ভেঙে একাংশের সদস্যদের নিয়ে সৃষ্টি হয়।