বাদ দিয়ে নেইমারকে নিয়ে যা বললেন আনচেলত্তি

ব্রাজিলের ডাগ আউটে প্রথম বারের মতো বসতে চলেছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল সমর্থকদের আশা ছিল, একই সময়ে নেইমারও ফিরবেন জাতীয় দলে। তবে তার ভাগ্যটা সুপ্রসন্ন হয়নি। তাকে ছাড়াই ব্রাজিল জুন উইন্ডোর দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।

২০২৩ সালে সবশেষ ব্রাজিলের জার্সি গায়ে চড়িয়েছিলেন নেইমার। এরপর থেকেই ব্রাজিলিয়ান এই তারকা সময়ে অসময়ে ছিলেন মাঠের বাইরে। তবে ব্রাজিলের হয়ে আর কখনো খেলতে পারেননি তিনি।

শেষ কিছু দিনে তিনি মাঠে ফিরেছেন বটে। কিন্তু তিনি এরপর মাঠের বাইরে গেছেন একাধিকবার। কারণ ওই চোটই।

সব মিলিয়ে আসছে উইন্ডোয় তাকে দলে ভিড়িয়ে ঝুঁকির মুখে ফেলতে চাননি কোচ। নেইমারকে না রাখার বিষয়ে আনচেলত্তি বলেন, ‘আমি এমন খেলোয়াড়দের বেছে নিয়েছি যারা ফিট আছে। নেইমার সম্প্রতি চোটে পড়েছিল। সবাই জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল এবং থাকবে।’

তবে নেইমারকে না পেলেও ২০২৩ সালে সবশেষ ব্রাজিল দলে খেলা কাসেমিরোকে দলে ফিরিয়ে এনেছেন কোচ আনচেলত্তি। কাসেমিরোকে স্কোয়াডে রাখা প্রসঙ্গে আনচেলত্তি প্রশ্নের মুখে পড়েছিলেন। শেষ মৌসুমে পারফর্ম্যান্সের দিক থেকে খুব একটা ভালো সময় যায়নি তার। এরপরও তিনি ব্রাজিল দলে, বিষয়টা কৌতূহলেরই জন্ম দিয়েছিল।

এই প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘আমার মতে, ও একজন দারুণ খেলোয়াড়। আমি ভাগ্যবান ছিলাম, ওর সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার মনে হয় জাতীয় দলের জন্য এমন একজন খেলোয়াড় দরকার যার মধ্যে নেতৃত্বগুণ, ব্যক্তিত্ব ও প্রতিভা আছে। ব্রাজিলে সবসময় প্রতিভার অভাব ছিল না।’

‘আধুনিক ফুটবলে প্রতিভার সঙ্গে দরকার মনোভাব, দায়বদ্ধতা ও আত্মত্যাগ। কাসেমিরোর মধ্যে এই গুণগুলো আছে। যারা দলে সুযোগ পেয়েছে, তাদের অনেকের মধ্যেই এই বৈশিষ্ট্যগুলো রয়েছে।’

একই সাথে রিচার্লিসনকেও দলে ডেকেছেন তিনি। টটেনহ্যামের হয়ে ইউরোপা লিগ জেতা এই ফরোয়ার্ডও ২০২৩ সালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াননি।