বানের পানিতে ভেসে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বানের পানিতে ভেসে নিখোঁজ দুই শিশুর মধ্যে ছমিরা আক্তার (১৩) নামে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।

ছমিরা আক্তার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনাইছড়ি এলাকার জাফর আলমের মেয়ে।

এর আগে বুধবার বিকেলে উজান থেকে নেমে আসা বানের পানিতে ভেসে যায় উখিয়ার রত্মাপালং ইউনিয়নের মধ্যম রত্মাপালং এলাকার অমূল্য বড়ুয়ার ছেলে ইতন বড়ুয়া (১৩) এবং জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনাইছড়ি এলাকার জাফর আলমের মেয়ে ছমিরা আক্তার (১৩)।

জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, বুধবার দিনভর ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে অনেক বসত বাড়ি তলিয়ে যায়। এতে অনেকে পানিবন্দি হয়ে পড়েন। বিকেলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনাইছড়ি এলাকার জাফর আলমের মেয়ে ছমিরা আকতার ভেসে যায়। রাতে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উত্তর সোনাইছড়ি এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরীপাড়ায় বানের পানিতে ভেসে নিখোঁজ ইতন বড়ুয়ার (১৩) এখনো সন্ধান পাওয়া যায়নি।