
বান্দরবান জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর করা হয়েছে। সোমবার দিবাগত রাতে আর্মিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা জানান, বান্দরবান সদরের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আর্মি পাড়া এলাকায় শহীদ জিয়া অফিসের দরজা, টেবিল চেয়ার, অফিসের টেলিভিশনসহ গুরুত্বপূর্ণ আসবাব ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অফিসের সাইন বোর্ড, দলের শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহীদ জিয়া স্মৃতি সংসদের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাংচুর করা হয়।
জেলা বিএনপির সদস্য সেলিম রেজা ও সাবিকুর রহমান জুয়েলের অভিযোগ, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য ঘটনাটি করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের এ অফিসটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি দখলের জন্যই এ ঘটনাটি ঘটানো হয়েছে। কয়েক সপ্তাহ ধরে এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা, কয়েকজন আওয়ামী লীগের ব্যাবসায়ী সংগঠিত হওয়ার অভিযোগ শোনা যায়। আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন তুষার বলেন, বিএনপির অফিস ভাংচুরের ঘটনাটি দুঃখজনক। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এই নোংরামির ঘটনা ঘটিয়েছে। আমরা জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে; কোনো ছাড় দেওয়া হবে না।