বান্দরবানে শিশু ধর্ষণ, আটক ১

জেলা প্রতিবেদকঃ বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকার লিয়াকত পাড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আল আমিন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাতে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর খেলা করার কথা বলে শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আল আমিন। পরে পাশের খেলার মাঠে নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটির পরিবারকে খবর দেয়।

পরে স্থানীয় কমিশনার পুলিশকে বিষয়টি জানালে পুলিশ আল আমিনকে আটক করে সদর থানায় নিয়ে যায়। এদিকে এ ঘটনায় কালাঘাটা এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।