
ঢাকা, ২৮ জুলাই: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নেত্রকোনায় এনসিপির (জুলাই পথযাত্রা) সভায় সংগঠনের নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে দক্ষিণখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে দক্ষিণখানের চালাবন এলাকা থেকে আজমপুর মহাসড়ক পর্যন্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় তিন শতাধিক সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজন করে দক্ষিণখান থানার সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ইউনিট বিএনপি, ৪৭ নম্বর ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি সাফায়েত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন মোঃ আজহার ইসলাম অনিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম হেলাল। এছাড়াও বক্তব্য রাখেন মোঃ মাজিদ, মোঃ হাসান, নাজিম এবং মোঃ সোহেল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এনসিপি নামক সংগঠনটি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আখড়া হয়ে উঠেছে। এ সংগঠনের নেতারা দেশের বরেণ্য রাজনীতিবিদদের নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করছে।”
তারা আরও বলেন, “লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী চরম বেয়াদবি করেছেন। অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় জনগণ তাদের গণধোলাই দিয়ে উপযুক্ত জবাব দেবে।”
বক্তারা সকল রাজনৈতিক নেতাদের প্রতি শালীনতা বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপমানজনক বক্তব্য থেকে বিরত থাকার জন্য কড়া হুঁশিয়ারি দেন।