
খেলা ডেস্কঃ সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমকে পরামর্শ দিয়েছেন। একজন অধিনায়ক হিসেবে বাবর আজমের পদ্ধতির পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।
ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ভারতের স্থানীয় একটি স্পোর্টস প্ল্যাটফরমে কথা বলার সময় গম্ভীর ২৯ বছর বয়সি বাবরের খেলার ধরন, মানসিকতা এবং আসন্ন ম্যাচগুলোতে দলনায়ক হিসেবে ভূমিকা সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন।
ভারতের একসময়ের এ তারকা ক্রিকেটার বলেন, আমি মনে করি— বাবরকে তার ব্যক্তিত্ব, তার খেলা এবং গুরুত্বপূর্ণভাবে তার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পাকিস্তানের আক্রমণাত্মক ব্যাটারদের ইতিহাস রয়েছে। যেমন— শহিদ আফ্রিদি, ইমরান নাজির, সাঈদ আনোয়ার, আমির সোহেল। অথচ বর্তমান শীর্ষ তিনে সবাই একই মুডে ব্যাট করে। যদি কাউকে দায়িত্ব নিতে হয়, তবে তাকে অধিনায়ক হতে হবে, যিনি ৩ নম্বরে ব্যাট করেন।
ভারতীয় দলের সাবেক এই ওপেনিং ব্যাটার জোর দিয়ে বলেন, দলের খেলার ধরনে প্রায়শই অধিনায়কের পদ্ধতির প্রতিফলন ঘটে এবং দলকে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বাবরের দায়িত্বের তাৎপর্য রয়েছে।
বাবর আজম এবং রোহিত শর্মা উভয়ের সাম্প্রতিক পারফরম্যান্সের তুলনা করে ৪২ বছর বয়সি গম্ভীর একটি ম্যাচে তাদের (বাবর-রোহিত) পদ্ধতির পার্থক্য তুলে ধরেন।
‘ক্যাপ্টেন যেভাবে খেলে; দলও সেভাবে খেলে। বাবর আজম ও রোহিত শর্মা দুজনেই ফিফটি করেন। একজন ৫০ স্কোর করেছে, অন্যজন করেছে ৮০ রান। যদিও তাদের কেউ-ই সেঞ্চুরি করতে পারেনি, কিন্তু এটিই পার্থক্য। পাকিস্তান যদি ১৯০ রান তাড়া করে, তা হলে তাদের মাইন্ডসেট (দৃষ্টিভঙ্গি) হওয়া দরকার ৩৫ বা ৪০ ওভারেই ম্যাচ জেতা। অধিনায়কের দায়িত্ব নেওয়াটা জরুরি। অধিনায়ক রক্ষণাত্মক হলে দলও হবে রক্ষণাত্মক। আপনি অন্য ১০ জন খেলোয়াড়কে বলতে পারবেন না যে, ‘আপনি ইতিবাচক খেলুন, আমি এক প্রান্ত থেকে খেলব,’ সমাপ্তি টানে ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গৌতম গম্ভীর।