
খেলা ডেস্কঃ শ্রীলংকা সফরের আগে করাচিতে অনুশীলন ক্যাম্পে অংশ নেওয়া পাকিস্তান দলের সদস্যদের বুধবার নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
এ সময় তাদের আড্ডার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে আফ্রিদি এবং বাবর আজমের মধ্যে একটি দারুণ মুহূর্ত ধরা পড়ে। এতে আফ্রিদিকে পুলের খেলায় পরাজিত করার পর বাবরকে উল্লাস করতে দেখা যায়।
এই ভিডিও সম্পর্কে বৃহস্পতিবার একটি স্থানীয় নিউজ চ্যানেলকে আফ্রিদি বলেন, ম্যাচে (পুল) আমি তাকে (বাবরকে) হারিয়েছি, কিন্তু হতাশ হতে দিইনি। আমি তাকে অনুপ্রাণিত করেছি।
আফ্রিদি জানান, টেস্ট দলের অন্য দুই সদস্য ইমাম উল হক ও সরফরাজ আহমেদের সঙ্গেও তার কথা হয়েছে।
এ সময় খেলোয়াড়দের কাজের চাপ এবং সময়সূচি পরিচালনার ক্ষেত্রে নির্বাচকমণ্ডলীকে খেলোয়াড়দের বিশ্রামের জন্য যথেষ্ট সময় রাখার আহ্বান জানান তিনি।