নিউজ ডেস্ক : প্রতিটি মানুষের জীবনে বাবা বটবৃক্ষের ছায়া হয়ে থাকেন। বাবা পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। বাবাদের মন সন্তানের প্রতি সবসময়ই স্নেহপ্রবণ। যদিও সন্তানরা ভুল করলে সাধারণত বাবাই শাসন করেন। যে-কোনো বিপদ-আপদে বাবা সন্তানের জন্য বুক চিতিয়ে লড়াই করেন। যে কোনো ঝড়-ঝঞ্ঝায় পাহাড় হয়ে সামনে দাঁড়িয়ে পরিবারকে রক্ষা করেন। সন্তানের জন্য তার সাহস সীমাহীন।
“বাবা আমার বাবা, তুমি বটবৃক্ষ ছায়া। অন্ধকারে আলোর নিশানা, পথ হারালে তুমি পথের ঠিকানা।
বাবা তোমার নেই তুলনা॥”
বাবাকে নিয়ে কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা ‘বাবা আমার বাবা’ শিরোনামের গানের প্রথম চরণ এটি। বাবা দিবস উপলক্ষ্যে বিশ্বের সব বাবাকে শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে মাহবুবুল এ খালিদের লেখা এই গানের মাধ্যমে।
আব্বা, বাবা, পাপা, ড্যাডি ইত্যাদি যে নামেই ডাকা হোক না কেন, রক্তের টান কখনো বদলায় না। বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের বিষয়টি চিরন্তন। বাবা মানে একটু শাসন, অনেক ভালোবাসা। বাবা মানে একটু কঠিন, মাথার ওপর ছায়া। বাবা মানে নির্ভরতার আকাশ, আর একরাশ নিরাপত্তা।
আধো আধো বোলে সন্তান যখন কথা বলতে শুরু করে, তখন স্বাভাবিকভাবেই উচ্চারণে ভুল হয়। বাবা সে ভুল শুধরে দেন। শিখিয়ে দেন সঠিক শব্দটা। সন্তান হাঁটতে শেখে বাবার পায়ে পা রেখে। তার আঙ্গুল ধরেই এগিয়ে যায় জীবনের পথে।
বাবার সঙ্গে পৃথিবীর আর কারো তুলনা হয় না। তার সাহস, তার সাহায্য কিংবা তার ভালোবাসার সঙ্গে আরো কোনো ভালোবাসার তুলনা চলে না। সন্তানের জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না তিনি। বিপদে-আপদে তার কাছে আশ্রয় পাওয়া যায়। পাওয়া যায় নিখাঁদ ভালোবাসা। আর সে কথাই কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ ফুঁটিয়ে তুলেছেন এই গানের মাধ্যমে।
গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে গানটি ইউটিউবেও ছাড়া হয়েছে। এতে সুর করেছেন আতিকুর রহমান রোমান। আর কণ্ঠ দিয়েছেন সংগীতা।
শুধু বাবা দিবস নিয়ে নয়, কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ গান লিখেছেন মা দিবস, ভালোবাসা দিবস ইত্যাদি অসংখ্য দিবস ও উৎসবকে ঘিরে। মানবিকতার আবেদনে ভরপুর তাঁর কবিতা ও গানে পাওয়া যায় মানুষের সমস্যা, কষ্ট, সম্ভাবনা, সমাজসচেতনতা, সব ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসব ইত্যাদি অসংখ্য মানবকল্যাণমূলক বিষয়।
শ্রোতাদের জন্য মাহবুবুল এ খালিদের লেখা গান রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। গানগুলোর অডিও, ভিডিও, মিউজিক ট্র্যাক ও রিংটোন পাওয়া যায় www.khalidsangeet.com ওয়েবসাইটে এবং মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেল https://www.youtube.com/channel/UC8DpjcHulM5CxYkDykw3IMg-তে।
‘বাবা আমার বাবা’ গানের ইউটিউব লিংক :


