বাবা হলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক : বাবা হলেন ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। গতকাল সোমবার অর্জুনের স্ত্রী স্নেহা এক কন্যাসন্তানের জন্ম দেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে অর্জুন এ তথ্য জানিয়েছেন।

টুইট বার্তায় অর্জুন লিখেন, কন্যাসন্তান পেয়ে আমি এখন অনেক সুখী। এক ছেলে, এক মেয়ে। আরো সন্তানের জন্য আমাকে কেউ আর জিজ্ঞেস করতে পারবে না। শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমি অনেক ভাগ্যবান।

হায়দরাবাদের একটি হাসপাতালে এ সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দুজনেই ভালো আছেন বলেও জানা গেছে।

চলতি বছরের জুলাইয়ে অর্জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, তাদের (অর্জুন-স্নেহা) সংসারে আরেকজন অতিথি আসছে।

২০১১ সালে স্নেহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আল্লু। ২০১৪ সালে তাদের ঘর আলো করে আসে একটি পুত্রসন্তান।

চলতি বছর আল্লু অভিনীত সারাইনোড়ু সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তির পর সিনেমাটি তেলেগু বক্স অফিস দ্বিতীয় অবস্থানে রয়েছে। এদিকে বছর শেষে কন্যাসন্তানের বাবা হলেন তিনি। সব মিলিয়ে চলতি বছরটি বেশ ভালোই কাটছে অল্লু অর্জুনের।